তৃণমূলের ‘মিশন দিল্লি’, আন্দোলন হবেই, কড়া হুঁশিয়ারি নেত্রীর

তৃণমূলের দিল্লির ধরনায় থাকছেন একশো দিনের জব কার্ড হোল্ডাররা।

author-image
SWETA MITRA
New Update
shashi panja.jpg

নিজস্ব সংবাদদাতাঃ আগামী ২ অক্টোবর দিল্লির বুকে ধর্নায় বসতে চলেছে তৃণমূলের (TMC) নেতা মন্ত্রীরা। একাধিক ইস্যুকে কেন্দ্র করে দিল্লির বুকে হতে চলেছে চরম আন্দোলন। আজ সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে কড়া হুঁশিয়ারি দেন তৃণমূল নেত্রী শশী পাঁজা। তিনি বলেন, ‘বাংলাতারঅধিকারেরজন্যলড়বেই। এমজিএনআরইজিএ (MGNREGA)এবংআবাসযোজনারতহবিলথেকেবঞ্চিতবিপুলসংখ্যকমানুষনেতাজিইন্ডোরস্টেডিয়ামেজড়োহয়েছেন।তারাকেন্দ্রীয়সরকারেরকাছথেকেতাদেরপাওনাদাবিকরতেদিল্লিযাবেন।‘