অভিষেক বনাম শান্তনু! মতুয়া মন্দির নিয়ে জল গড়ালো হাইকোর্ট পর্যন্ত

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মামলা পঞ্চায়েত নির্বাচনের আবহে! মামলা করলেন বিজেপির শান্তনু ঠাকুর। মতুয়া মন্দিরের অশান্তির জল গড়ালো আদালত পর্যন্ত।

author-image
Pallabi Sanyal
New Update
123

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা :  তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ার কর্মসূচিকে ঘিরে সম্প্রতি রণক্ষেত্রের চেহারা ধারন করেছিল ঠাকুরনগরের মতুয়া মন্দির। মূল মন্দিরে অভিষেকের পুজো দেওয়ার কথা থাকলেও দফায় দফায় দিনভর বিক্ষোভ দেখায় মতুয়া সম্প্রদায়ের মানুষজন। ছিলেন অল ইন্ডিয়া মতুয়া সঙ্ঘের সঙ্ঘাধিপতি তথা বিজেপি নেতা শান্তনু ঠাকুরও। চলে আক্রমণ ও পাল্টা আক্রমণ। ভাঙা হয় অভিষেকের জন্য বানানো তোরণ। বন্ধ করে দেওয়া হয় মতুয়াদের মূল মন্দিরের ফটক।  সেই অশান্তির জল এবার গড়ালো হাইকোর্ট পর্যন্ত। অভিষেকের বিরুদ্ধে হাইকোর্টের দ্বারস্থ হলেন শান্তনু। তার অভিযোগ, বিনা অনুমতিতেই মতুয়া মহাসঙ্ঘের সামনে মিছিল করেন অভিষেক। এমনকি মন্দিরে তৃণমূল কর্মীদের নিয়ে ভিড় করেন। অভিষেকের অনুগামীরা ভক্তদের হুমকি দিয়েছে বলেও অভিযোগ। শান্তনু প্রশাসনের ভূমিকা নিয়েও তুলেছেন প্রশ্ন। সোমবার ঘটনার সমাধান চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হলে হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে মামলা দায়েরের অনুমতি মেলে। সেই মতোই মামলা দায়ের করলেন শান্তনু। আগামীকাল হতে পারে শুনানি। 
উল্লেখ্য, অভিষেকের নবজোয়ারে দিনভর অশান্তির পর সন্ধ্যায় অশান্তির আঁচ পৌঁছোয় হাসপাতাল পর্যন্ত। শান্তনু ও অভিষেকের অনুগামীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ধ্বস্তাধ্বস্তির মাঝে পড়ে আহত হন বনগাঁ উত্তরের বিধায়ক অশোক কীর্তনিয়াও।