তৃণমূলে যাওয়ার রাস্তা তৈরী করছে ! নিজের দলের বিধায়কের বিরুদ্ধেই গর্জে উঠলেন শান্তনু ঠাকুর

কি বললেন শান্তনু ঠাকুর ?

author-image
Debjit Biswas
New Update
Shantanu-Thakur-1-1024x576

নিজস্ব সংবাদদাতা : এবার মতুয়া কার্ড ও ধর্মীয় সার্টিফিকেট দেওয়াকে কেন্দ্র করে ফের একবার প্রকট হল গেরুয়া শিবিরের দ্বন্দ্ব। মতুয়া কার্ড বিলিকে কেন্দ্র করে সরাসরি সংঘাতে জড়ালেন সাংসদ শান্তনু ঠাকুর ও বিধায়ক সুব্রত ঠাকুর। আজ হরিচাঁদ-গুরুচাঁদ ঠাকুরের নাট মন্দিরে কার্ড বিতরণ করছিলেন সাংসদ শান্তনু ঠাকুর। এরপরেই বিধায়ক সুব্রত ঠাকুর নাট মন্দিরে কার্ড বিতরণের বিরোধীতা করেন। এরপর মমতাবালা ঠাকুরের সাথে এই বিষয়ে কথাও বলেন সুব্রত। তারপরেই সুব্রতকে পাল্টা দেন শান্তনু ঠাকুর। শান্তনু মন্তব্য করেন,''তৃণমূলে যাওয়ার রাস্তা পরিষ্কার করছে সুব্রত।''

shantanu thakurr.jpg