/anm-bengali/media/media_files/GCzU43qmbQBvbmCbHiao.jpg)
নিজস্ব সংবাদদাতা : এবার কসবা গণধর্ষণ কান্ড এবং কলেজের ইউনিয়ন রুম নিয়ে হাইকোর্টের মন্তব্যের পরিপ্রেক্ষিতে, নিজের বক্তব্য রাখতে গিয়ে ফের একবার বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপির হেভিওয়েট বিধায়ক শঙ্কর ঘোষ। তিনি বলেন,''ছাত্র সংসদ নির্বাচন ছাড়া কোনও কলেজ বা বিশ্ববিদ্যালয়ের ইউনিয়ন রুম কীভাবে কার্যকরী অবস্থায় থাকতে পারে ? এই সব বিষয় কলেজ বা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ খুব ভালো করেই জানে। কিন্তু তারা শাসক দল তৃণমূল কংগ্রেসের সামনে সম্পূর্ণ অসহায় এবং নিষ্ক্রিয় হয়ে থাকে।"
এরপর তিনি বলেন,''এখন কলকাতা হাই কোর্ট এই বিষয়ে একটি নির্দেশ দিয়েছে। কিন্তু এখন প্রশ্ন হল এটাই যে,এমন নির্দেশ দেওয়া হলেও,সেটি কে কার্যকর করবে ? মূল নির্বাহী ক্ষমতা যে পরিচালন সমিতির হাতে থাকে, সেটি আসলে তৃণমূলের পার্টি অফিস থেকেই পরিচালিত হয়। ওরা সম্ভবত ইউনিয়ন রুমকে স্থায়ীভাবে বন্ধ করবে না, সাময়িকভাবে লোক দেখানোর জন্য বন্ধ করবে। আসল সমস্যা হল, পশ্চিমবঙ্গের পুরো প্রশাসনিক ব্যবস্থাই ভেঙে পড়েছে।"
#WATCH | Kolkata alleged gangrape | Siliguri, WB: BJP MLA Sankar Ghosh says, "Without student union elections, how can a union room function as a component of the college or university? All these issues are well known to the college or university authorities... They are spineless… pic.twitter.com/L9fN4HmxOW
— ANI (@ANI) July 5, 2025