BREAKING: পশ্চিমবঙ্গে বিজেপিকে ক্ষমতায় আনতে সবকিছুই করব ! এবার বড় দাবি করলেন শঙ্কর ঘোষ

কি বললেন ড. শঙ্কর ঘোষ ?

author-image
Debjit Biswas
New Update
mamata shankargbjp.jpg

নিজস্ব সংবাদদাতা : এবার আগামীদিনে বিজেপির কর্মসূচি ও ২০২৬-এর নির্বাচন নিয়ে কথা বলার সময়, এক বড় দাবি করলেন বিজেপির হেভিওয়েট বিধায়ক ড. শঙ্কর ঘোষ। তিনি বলেন,''আজ পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতির পদের নির্বাচনে, বিজেপি নেতা শমীক ভট্টাচার্যই একমাত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন। আমাদের পশ্চিমবঙ্গকে বাঁচাতে হবে এবং বর্তমান সরকারকে সরাতে হবে। বিজেপিকে এই রাজ্যের ক্ষমতায় আনার জন্য যা যা করার দরকার, আমরা সবই করব।”

shankar ghoshjk.jpg

এরপর তিনি বলেন,''সামনের দিনগুলিতে বিজেপির সংগঠনকে মজবুত করে রাজ্যে পরিবর্তন আনাই এখন দলের মূল লক্ষ্য।''