যাবতীয় গুজবের অবসান হবেই ! SIR প্রসঙ্গে নিজের মতামত জানালেন শঙ্কর ঘোষ

কি মতামত জানালেন শঙ্কর ঘোষ ?

author-image
Debjit Biswas
New Update
mamata shankargbjp.jpg

নিজস্ব সংবাদদাতা : পশ্চিমবঙ্গ-সহ দেশের ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটার তালিকার স্পেশ্যাল ইনটেনসিভ রিভিশন (SIR)-এর  দ্বিতীয় পর্যায়ের ঘোষণার সিদ্ধান্তকে স্বাগত জানালেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। তিনি আশা প্রকাশ করেছেন যে এর ফলে বিরোধীরা যে 'বিভ্রান্তি' ছড়াচ্ছিল, তা এবার বন্ধ হবে এবং নির্বাচন কমিশন স্বচ্ছতার সঙ্গে ভোটার তালিকা শুদ্ধিকরণ করতে পারবে।

নির্বাচন কমিশনের ঘোষণার পর বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ বলেন, "আমি এই সিদ্ধান্তকে স্বাগত জানাই। নির্বাচন কমিশন আগেই জানিয়েছিল যে সারা দেশেই এসআইআর (SIR) প্রক্রিয়া সম্পন্ন হবে। আজ এই সাংবাদিক সম্মেলনের পরে, নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গ-সহ ১২টি রাজ্যে এসআইআর (SIR) করার কথা ঘোষণা করল।"

shankar ghoshjk.jpg

এরপর বিরোধীদের উদ্দেশ্যে তিনি বলেন,''এসআইআর (SIR)-এর মূল উদ্দেশ্য হল মৃত ভোটার, ডাবল বা ট্রিপল এন্ট্রি ভোটার এবং অনুপ্রবেশকারী ভোটারদের তালিকা থেকে বাদ দেওয়া। বিরোধী পক্ষ থেকে ছড়ানো সব ধরনের গুজব, ভুল বোঝাবুঝি, ও বিভ্রান্তি, সবকিছুই এবার বন্ধ হতে চলেছে এবং এসআইআর (SIR) সুষ্ঠুভাবেই সম্পন্ন হবে। আমি আশা করি যে বিরোধী পক্ষও এসআইআর (SIR) সম্পূর্ণভাবে কার্যকর করতে সহযোগিতা করবে, যাতে নির্বাচন কমিশন ভালোভাবে ভোটার তালিকা শুদ্ধিকরণের কাজ করতে পারে।"