মাত্র কয়েক ঘণ্টা! শনিদেব ঢেলে টাকা দেবে ২ রাশিকে! বিলাসিতায় এবার কাটবে

বিরাট বিলাসিতায় কাটতে পারে এবার আপনার জীবন।

author-image
Anusmita Bhattacharya
আপডেট করা হয়েছে
New Update
ASTROLOGY 1

নিজস্ব সংবাদদাতা: কুষ্ঠিতে শনির অবস্থান শুভ হলে তার উন্নতি কেউ আটকাতে পারে না৷ আবাক শনির অবস্থান অশুভ হলে পদে পদে বাধা চলে আসে৷ ১২ মে ২০২৪ অর্থাৎ ৪৮ ঘণ্টার মধ্যে পূর্ব ভাদ্রপদে শনিদেব প্রবেশ করছেন এবার দ্বিতীয় পর্যায়ে প্রবেশ করছেন শনি৷ কিছু রাশির জীবনে প্রভাব পড়বে।  

astro

মেষ রাশি: জাতক-জাতিকাদের জীবনে বিরাট উন্নতি আসছে৷ চাকরি ও ব্যবসায় বেশ ভালো মাত্রায় উন্নতি হতে পারে৷ আর্থিক পরিস্থিতি অত্যন্ত অনুকূল হয়ে উঠবে৷ শিক্ষাক্ষেত্রে বিরাট প্রভাব দেখা যাচ্ছে। 

astrology

মিথুন রাশি: জাতক-জাতিকাদের জন্য জীবন আগের থেকে আরও ভাল হতে পারে৷ আয় বাড়বে, যানবাহন সংক্রান্ত ভাল লাভ হবে৷ পারিবারিক জীবন অত্যন্ত সুন্দর সুরক্ষিত হয়ে দেখা দিতে পারে৷ ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আরও ভাল সময় আসছে৷ 

 tamacha4.jpeg