চন্দ্রগ্রহণের মধ্যে শনির উদয়, টাকার বৃষ্টি! দোলেই ভরে উঠবে ৩ রাশি

এবার ৩ রাশির জীবনে সুখের বৃষ্টি হতে চলেছে। আপনারা তৈরী থাকুন। আপনার রাশিও এতে আছে নাকি সেটা জানতে এখানে ক্লিক করে দেখে নিতে পারেন নিজের ভাগ্য।

author-image
Anusmita Bhattacharya
আপডেট করা হয়েছে
New Update
astrokanya

নিজস্ব সংবাদদাতা: শনিদেব ২৫ মার্চ উদিত হবেন এবং এই দিন আবার চন্দ্রগ্রহণ। চন্দ্রগ্রহণ ঘটবে ফাল্গুন মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে। হোলির দিনে শনিদেবের উত্থানের কারণে ৩ টি রাশির সমস্ত জাতক-জাতিকাদের উপরই এর দারুণ প্রভাব পড়বে।

বৃষ রাশি: বৃষ রাশির জাতক-জাতিকারা শনির উত্থানে অনেক লাভ পাবেন। আয় বেড়ে যাবে, ঘরে সুখ-শান্তির পরিবেশ দেখা দেবে। পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন যে সমস্ত শিক্ষার্থীরা তাঁরা সুখবর পেতে পারেন। জীবনে চলতে থাকা নানা সমস্যা থেকে মুক্তি পাবেন।

astrology1

ধনু রাশি: এই রাশির জাতক-জাতিকাদের আর্থিক সমস্যা আর থাকবে না। ব্যবসায় উন্নতি দেখা দেবে, স্বাস্থ্যের উন্নতি হতে পারে, বিবাহিত জীবনে মধুরতা দেখা দেবে এই সময়ে। বিদেশ ভ্রমণ করতে হতে পারে। ধর্মীয় কাজে আগ্রহ বাড়বে।

 tamacha4.jpeg

তুলা রাশি: অনেক শুভ ফল আসবে জীবনে। আর্থিক লাভের প্রবল সম্ভাবনা আছে, কর্মজীবনে পদোন্নতিও হতে পারে। এদিকে আবার আটকে থাকা টাকা আপনার কাছেই ফিরে আসবে, সমাজে সম্মান বেড়ে যাবে আপনার। 

astro

tamacha1.jpg

tamacha3.jpeg

tamacha.jpeg