/anm-bengali/media/media_files/2025/07/19/screenshot-2025-07-19-pm-2025-07-19-16-40-49.png)
নিজস্ব প্রতিনিধি: রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতিকে একেবারে ‘ধ্বংসস্তূপ’ বলে উল্লেখ করলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। তাঁর কটাক্ষ, “এই রাজ্যে এখন আইন বলে কিছু নেই, প্রশাসন পুরোপুরি রাজনীতিকরণ হয়ে গেছে। সংবিধানিক কাঠামো সম্পূর্ণ ভেঙে পড়েছে। এক সময় এই রাজ্য ছিল নিরাপদ পথের, আজ তা হয়ে উঠেছে ‘সত্যজবাদী কার্যকলাপ’-এর নিরাপদ আশ্রয়। পশ্চিমবঙ্গ এখন আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠী আইএসআইএস-এর কার্যকলাপের ক্ষেত্র হয়ে দাঁড়িয়েছে। এখান থেকেই তাদের ধরা পড়ছে।”
তিনি অভিযোগ করেন, “বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীরা রাজ্যে ঢুকে পড়ছে। সব দেশের সব অপরাধীরা ভাবছে, পশ্চিমবঙ্গই তাদের নিরাপদ আশ্রয়—কারণ এখানে সরকার, নেতা, প্রশাসন ও দুষ্কৃতীরা একসাথে। দাদারা বালুঘাট হাসপাতালে পুরো ইনজেকশন দিচ্ছে—ওই ইনজেকশনেই ওরা ৮-১০ বছর বাঁচছে।”
/anm-bengali/media/post_attachments/63e5e075-891.png)
এই পরিস্থিতির জন্য শাসক দলকেই দায়ী করে শমীকবাবুর কটাক্ষ, “রাজ্যটা ফুটবলের মাঠ হয়ে গেছে। দুষ্কৃতী, অনুপ্রবেশকারী, জঙ্গি—সবাই খেলছে, আর মানুষ মুক্তি চাইছে। পশ্চিমবঙ্গ আজ আর পশ্চিমবঙ্গ নেই—একটা নরকে পরিণত হয়েছে।”
এর পাশাপাশি, বিজেপি সভাপতি সৌজন্য সাক্ষাৎ করেন অধ্যাপক অসীম ঘোষের সঙ্গে, যিনি হরিয়ানার রাজ্যপাল হিসেবে দায়িত্ব নিতে চলেছেন। শনিবার সকাল ১০টায় তার বাসভবনে গিয়ে শমীক ভট্টাচার্য বলেন, “অসীম ঘোষ বহুদিন আমাদের রাজ্য সভাপতি ছিলেন। বিশিষ্ট শিক্ষক, বহুবার ওঁর সঙ্গে একাডেমিক আলোচনায় বসেছি। আজ তিনি রাজ্যপাল হচ্ছেন—এটা আমাদের সকলের গর্ব।”
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us