/anm-bengali/media/media_files/2025/07/03/samik-2025-07-03-10-39-54-2025-07-03-17-02-34.webp)
নিজস্ব সংবাদদাতা: সায়েন্স সিটিতে অনুষ্ঠিত হল বিজেপির নতুন রাজ্য সভাপতি নির্বাচন ও অভিনন্দন সমারোহ। রাজ্য বিজেপির দায়িত্ব এবার নিলেন শমীক ভট্টাচার্য। বক্তব্য রাখতে গিয়ে তৃণমূলকে করলেন নিশানা। এছাড়াও দলীয় পতাকা সরিয়ে রেখে সব দলকে সম্মিলিত আন্দোলনের ডাক দিলেন শমীক।
নতুন রাজ্য সভাপতি বলেন, "তৃণমূল হারতে চলেছে। বিজেপি জিতছে, মমতা হারছে। তৃণমূল শাসনে সমাজ বাজারে পরিণত হয়েছে। রাজ্যে খোলা বাজারে বিক্রি হচ্ছে চাকরি। যার যা পতাকা আছে কয়েকদিনের জন্য তুলে রাখুন। বাম-সিপিএম-কংগ্রেস সবাইকে বলছি লড়াইয়ে আসুন। আগে মমতাকে সরান তারপর নিজের নিজের জায়গা খুঁজে নিন। ভোট কাটার রাস্তা করে মমতাকে ফেরানোর ব্যবস্থা করবেন না। নো ভোট টু বিজেপির আড়ালে চক্রান্ত করবেন না। বাংলার মুখ্যমন্ত্রী জগন্নাথের কাছে গিয়ে আত্মসমর্পণ করেছেন। দীঘার ঐ বঙ্গোপসাগরেই তৃণমূলের বিসর্জন হবে। মমতাকে এবার কোনও শক্তি বাঁচতে পারবে না"।