ক্ষণিকের জন্য ভুল বোঝাবুঝি- দিলীপ ঘোষ কার্যালয়ে যেতেই খুশি শমীক

কি বললেন শমীক?

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2025-07-08 at 8.14.34 PM

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আজ হঠাৎ সল্টলেকের কার্যালয়ে হাজির হন প্রাক্তন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। নব নিযুক্ত রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য তাকে স্বাগত জানিয়েছিলেন। এই নিয়ে শমীক বলেন, "ক্ষণিকের জন্য ভুল বোঝাবুঝি হতে পারে। এর মানে এই নয় তিনি দলের বাইরে চলে গেছেন। নতুন-পুরনো বলে দলে কিছু নেই। বিজেপি ঐক্যবদ্ধ ছিল, থাকবে"। এদিকে তার তৃণমূলে যোগদানের জল্পনা নিয়ে দিলীপ ঘোষও জনসমক্ষে ঘোষণা করেন যে কোনও জল্পনার অবসান করতে যাননি তিনি সেখানে। 

WhatsApp Image 2025-07-08 at 6.46.03 PM