BREAKING: ভিনরাজ্যে অত্যাচারিত বাঙালি, গর্জে উঠলেন মমতা ! আগে দেখুন তামিলনাড়ুতে কি হচ্ছে, কটাক্ষ করলেন শমীক

কি বললেন শমীক ভট্টাচার্য ?

author-image
Debjit Biswas
New Update
bjp leader shamik.jpg

নিজস্ব সংবাদদাতা : এবার ভিনরাজ্যে বাঙালি নিগ্রহের প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে একহাত নিলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। তিনি বলেন,''মমতা বন্দ্যোপাধ্যায়ের আগে উচিত তামিলনাড়ুর সরকারকে জিজ্ঞেস করা যে তামিলনাড়ুর সরকার কী করছে ? সবাই জানে এই বিষয়ে স্টালিনের মতামত কী। তামিলনাড়ুতে এখন সবচেয়ে বেশি রেইড চলছে। বাঙালি কলোনিগুলিতে গিয়ে লোকদের পরিচয় চাওয়া হচ্ছে, আর দেখা যাচ্ছে যে অধিকাংশই বাংলাদেশ থেকে এসেছে।''

Mamata