পরজীবীতে পরিণত হয়েছে কংগ্রেস ! কংগ্রেসকে তীব্র কটাক্ষ করলেন শমীক ভট্টাচার্য

কি বললেন শমীক ভট্টাচার্য ?

author-image
Debjit Biswas
New Update
samik-2025-07-03-10-39-54

নিজস্ব সংবাদদাতা : ফের একবার কংগ্রেসকে তীব্র কটাক্ষ করলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। তিনি বলেন,''কংগ্রেস একটি পরজীবীতে পরিণত হয়েছে। কংগ্রেস এখন এমন বিষয়গুলি নিয়ে ইস্যু তৈরি করে, যা কোনও ইস্যুই নয় এবং দেশের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্য করে।"

bjp leader shamik.jpg

এর পাশাপাশি তৃণমূলকে আক্রমণ বানিয়ে তিনি বলেন,''জনগণ কি আদৌ টিএমসি এবং কংগ্রেসের কোনও বিবৃতিকে সম্মান করে ? টিএমসি-কে পরীক্ষা করা হয়েছে, গ্রহণ করা হয়েছে এবং এখন তা প্রত্যাখ্যাত হচ্ছে। ভারতের মানুষ কংগ্রেসকে আগেই প্রত্যাখ্যান করেছে। ২০২৬-এ বিজেপির জয় নিশ্চিত।"