'দুর্নীতি দূর হোক', বাংলার রামমন্দিরে শাহী বার্তা

শহরে পা রেখেছেন অমিত শাহ। নজরে লোকসভা নির্বাচন আর বাংলার মসনদ। দুর্নীতি দূর করার প্রার্থনা মায়ের কাছে।

author-image
Pallabi Sanyal
New Update
cxdx

নিজস্ব সংবাদদাতা : কলকাতা সফরে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী। সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোর আনুষ্ঠানিক উদ্বোধন করলেন তিনি। অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন কবে তা নিয়ে চলছে জল্পনা। তার আগেই বাংলায় রামমন্দিরের উদ্বোধন হয়ে গেল শাহের হাত ধরে। কারণ এলছর সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোর থিম রামমন্দির। শাহর জন্য যে অভ্যর্থনা মঞ্চ তৈরি হয়েছে তাো গেরুয়া কাপড়ে মোড়া। উদ্বোধনী সঙ্গীত গাওয়া মহিলাদের শাড়ির রংও গেরুয়া। কাউন্সিলর সজল ঘোষ এই পুজোর অন্যতম কান্ডারী। বাংলার রামমন্দিরের মঞ্চ থেকে এদিন দুর্নীতিকেই টর্গেট করেন শাহ। 

সামনেই লোকসভা নির্বাচন। বাংলায় পরিবর্তন আনতে বিজেপি সর্বশক্তি দিয়ে চেষ্টা করবে বলে বার্তা দেন শাহ। পুজোর উদ্বোধন করে বলেন, বাংলা থেকে দুর্নীতি দূর হোক। 

hiring.jpg