Probha Rani Das
আপডেট করা হয়েছে
New Update
/anm-bengali/media/media_files/Nu9hquALSD9yZuhMXOjB.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ আরজি কর কাণ্ডের প্রতিবাদে দেশ জুড়ে উত্তেজনা তুঙ্গে। আজ আরজি কর কাণ্ডের প্রতিবাদে মিছিল করছে SFI। আজ কলেজ স্ট্রিট থেকে SFI-এর লালবাজার অভিযান রয়েছে।
/anm-bengali/media/media_files/ODLcNSKN8Fgr3uhUQy6P.jpg)
শনিবার আরজি কর কাণ্ডের প্রতিবাদে SFI-এর অভিজানের নেতৃত্বে রয়েছে আইনজীবীদের সংগঠন। এই মিছিলে ইতিমধ্যেই পথে প্রতিবাদের উত্তাপ দেখা দিয়েছে।
/anm-bengali/media/media_files/FgnwKz0X9ZmHVKh6g3CY.jpg)
তবে জনা গিয়েছে, আরজি করে ভাঙচুরে বাম ছাত্র-যুব নেতানেত্রীদের পুলিশ চিঠি দিয়েছে। এদিন মিছিল রুখতে বিবি গাঙ্গুলি স্ট্রিটে ব্যারিকেড দিয়ে আটকে দিয়েছে পুলিশ।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us