যাদবপুর, সমাবেশ বামেদের, অনুমতি দিল না পুলিশ! এবার কী হবে?

এসএফআই-এর তরফে জানানো হয়েছে, তাঁদের সমাবেশে গোটা রাজ্য জুড়ে র‍্যাগিং-বিরোধী ক্যাম্পাস গড়ার ডাক দেওয়া হবে, পাশাপাশি ছাত্র মৃত্যুর বিচার চেয়ে সরব হবেন সবাই।

author-image
Aniruddha Chakraborty
New Update
SFI-এর মিছিলে তুলকালামকাণ্ড, পুলিশ টেনে হিঁচড়ে প্রিজন ভ্যানে তুলল বিক্ষোভকারীদের

file pic

নিজস্ব সংবাদদাতাঃযাদবপুরে শাসক দলের পর এবার সমাবেশ বামেদের। পুলিশের অনুমতি না মিললেও সমাবেশ করতে বদ্ধপরিকর বাম ছাত্র সংগঠন এসএফআই। আজ, মঙ্গলবার যাদবপুরে ছাত্র মৃত্যুর প্রতিবাদে সমাবেশের আয়োজন করেছে এসএফআই। সেই সমাবেশে বক্তা হিসেবে যাঁদের থাকার কথা, তাঁরা প্রত্যেকেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী। সোমবার সমাবেশের আয়োজন করেছিল তৃণমূল ছাত্র পরিষদ। এর ঠিক ২৪ ঘণ্টা পর অর্থাৎ মঙ্গলবার এসএফআই সমাবেশের ডাক দিলেও অনুমতি দেয়নি পুলিশ। সকাল ১১ টা থেকে সেই সমাবেশ হওয়ার কথা।

মঙ্গলবার অর্থাৎ আজ পুলিশের তরফে সমাবেশের আবেদন বাতিল করা হয়েছে। যাদবপুর কফি হাউসের সামনে যে সমাবেশের ডাক দেওয়া হয়েছিল, পুলিশ জানিয়েছে, সেই আবেদন বাতিল করেছে জয়েন্ট সিপি। এরপর এসএফআই-এর রাজ্য কমিটির সম্পাদক সৃজন ভট্টাচার্য সোশ্যাল মিডিয়ায় লেখেন, "সমাবেশে অনুমতি দিল না তৃণমূলের পুলিশ।" তবে সমাবেশ যে হবেই সেকথা জানিয়ে সৃজন লিখেছেন, "ওদের অনুমতির তোয়াক্কা কে করে? সমাবেশ হবেই। ওখানেই হবে। দুপুর ১ টা সমাবেশ হবে।"