Jaita Chowdhury
আপডেট করা হয়েছে
New Update
/anm-bengali/media/media_files/uCim2GpcIN6z2cUxdtAz.jpeg)
ফাইল চিত্র
নিজস্ব সংবাদদাতা: সিপিএমের (CPIM) নতুন রাজ্য কমিটি থেকে বাদ পড়লেন একঝাঁক প্রবীণ নেতা। তালিকায় রয়েছেন অমিয় পাত্র, অশোক ভট্টাচার্য ,সুশান্ত ঘোষ, জীবেশ সরকার, অঞ্জু কর সহ মোট ৮ জন। মঙ্গলবার ডানকুনিতে সোমবার দলের রাজ্য সম্মেলনের পরে বিদায়ী রাজ্য কমিটির বৈঠক হয়। সেখানেই নয়া প্যানেল নিয়ে আলোচনা হয়।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us