New Update
/anm-bengali/media/media_files/eDjm8rfwvKEIr2jrtMKo.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: নবান্ন অভিযানে ইটের ঘায়ে জখম হয়েছিল তাঁর বাঁ চোখ। এমনকি মাঝে এমনও শোনা গিয়েছিল সারা জীবনের জন্যে দৃষ্টিশক্তি হারাতে বসেছেন সেই সার্জেন্ট। তবে এবার আশার আলো খুঁজতে উন্নত চিকিৎসার জন্য কলকাতার ট্রাফিক সার্জেন্ট দেবাশিস চক্রবর্তীকে নিয়ে যাওয়া হল হায়দ্রাবাদে। রবিবার সকালে হাওড়া স্টেশন থেকে ট্রেনে হায়দ্রাবাদের উদ্দেশ্যে রওনা দিয়েছেন দেবাশিস। সঙ্গে আছেন তাঁর স্ত্রী এবং পরিবারের এক সদস্য। সেখানে বেসরকারি চক্ষু হাসপাতালে তাঁর চিকিৎসা হবে বলেই জানা যাচ্ছে।
/anm-bengali/media/media_files/U4QYvUTrJK4xzhAF6UVm.jpg)
/anm-bengali/media/media_files/aoyCAGIMJ6hmn8cNOa5u.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us