ধোঁয়ায় 'গ্যাস চেম্বার' হোটেল: সিঁড়িতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে মৃতদেহ— প্রকাশ্যে বড়বাজার অগ্নিকাণ্ডের চাঞ্চল্যকর তথ্য

একতলার রান্নাঘর থেকে আগুন, ছয়তলা হোটেল 'ঋতুরাজ' হয়ে ওঠে গ্যাস চেম্বার। একটাই সিঁড়ি, বেরোতে না পেরে মৃত্যু হয় ১৪ জনের।

author-image
Debapriya Sarkar
New Update
Fire

নিজস্ব সংবাদদাতা : অক্ষয় তৃতীয়ার আগের রাতে 'মৃত্যুপুরী' বড় বাজার। হোটেলের সিঁড়ি থেকে উদ্ধার একের পর এক মৃতদেহ। এখনো অব্দি পাওয়া শেষ খবর অনুযায়ী জানা গিয়েছে, বহুতল হোটেলে বিধ্বংসী অগ্নিকাণ্ডের জেরে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু হয়েছে ১৪ জনের। মৃতদের মধ্যে রয়েছেন দুই শিশু ও এক মহিলা। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি আরও কয়েকজন। 

WhatsApp Image 2025-04-29 at 22.07.34

হোটেলটির নাম 'ঋতুরাজ'। রাত ৮টা ১৫ মিনিট নাগাদ হোটেলের একতলার রান্নাঘর থেকে প্রথম ধোঁয়া বের হতে দেখা যায়। মুহূর্তের মধ্যে তা ছড়িয়ে পড়ে ছয়তলা জুড়ে। ধোঁয়ার ঘনত্ব এতটাই ছিল যে, হোটেলটি যেন গ্যাস চেম্বারে পরিণত হয়। সূত্রের খবর অনুযায়ী জানা যায়, হোটেলটিতে প্রবেশ ও বেরোনোর জন্য একটিমাত্র পথ থাকায় আটকে পড়েন বহু অতিথি। দমকল এসে হোটেলের সিঁড়ি থেকে একে একে দেহ উদ্ধার করে। এখনো পর্যন্ত ৮টি মৃতদেহ শনাক্ত করা সম্ভব হয়েছে। হোটেলটিতে অগ্নি নিরাপত্তার কী অবস্থা ছিল তা খতিয়ে দেখতে দমকল ও পুলিশ বাহিনী ইতিমধ্যে তদন্ত শুরু করেছে।