File Picture
নিজস্ব সংবাদদাতা: আরজি কর কাণ্ডকে কেন্দ্র করে চলতে থাকা টানাপোড়েনে ফের সামনে এল চিকিৎসক–পুলিশ সংঘাত। একের পর এক চিকিৎসককে তলবের প্রতিবাদে এবার সরাসরি কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মাকে ই-মেল করল সিনিয়র চিকিৎসকদের সংগঠন জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্স।
সংগঠনের দাবি, এক বছরের পুরনো মামলার অজুহাতে বারবার জিজ্ঞাসাবাদের নামে ডাক্তারদের ডেকে পাঠানো হচ্ছে। এতে চিকিৎসক সমাজকে অকারণে হেনস্থা করা হচ্ছে বলেই অভিযোগ তাঁদের। সংগঠনের পক্ষ থেকে কমিশনারকে পাঠানো ই-মেলে স্পষ্ট জানানো হয়েছে, বারবার নোটিস পাঠানো বন্ধ করতে হবে এবং আরজি কর কাণ্ডের প্রতিবাদ, বিক্ষোভ, মিছিলে অংশ নেওয়া চিকিৎসকদের বিরুদ্ধে দায়ের হওয়া সব মামলা প্রত্যাহার করতে হবে।
চিকিৎসকদের প্রতিনিধি দল আগামী ৩ সেপ্টেম্বর বুধবার পুলিশ কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করার আবেদন জানিয়েছে। তবে সেদিনই বউবাজার থানায় ডাকা হয়েছে চার চিকিৎসককে—সিনিয়র ডাক্তার মানস গুমটা, সুবর্ণ গোস্বামী এবং জুনিয়র ডাক্তার দেবাশিস হালদার ও পরিচয় পান্ডা।
চিকিৎসক সংগঠন জানিয়েছে, বিক্ষোভ-আন্দোলনের নামে চিকিৎসকদের ভয় দেখানো হলে তাঁরা আরও জোরালো আন্দোলনের পথে হাঁটতে বাধ্য হবেন।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us