WEST BENGAL: গরমের ছুটিতেও অনলাইনে ক্লাস! এলো বড় নির্দেশিকা

তীব্র গরমের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গরমের ছুটি এগিয়ে আনেন। তবে যে সমস্ত ক্লাসগুলি নষ্ট হবে তার জন্য ক্ষতিপূরণ করতে হবে স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের।

author-image
Anusmita Bhattacharya
New Update
summervacay

নিজস্ব সংবাদদাতা: তীব্র গরমের (Summer) জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) আগেই ২ মে থেকে শিক্ষা প্রতিষ্ঠানে গরমের ছুটি ঘোষণা করেছিলেন। আজ, মঙ্গলবার থেকে গরমের ছুটি (Summer Vacation) পড়ছে স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলোতে। গরমের ছুটির শেষ হতেই অতিরিক্ত ক্লাস (Extra Class) করাতে হবে শিক্ষক-শিক্ষিকাদের। ইতিমধ্যেই নির্দেশ পাঠিয়ে দিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ (Secondary Bducation Board)। আরও একবার এই নির্দেশিকা পাঠাবে।

অতিরিক্ত ক্লাস করানোর নির্দেশিকা মানা হচ্ছে কি না সে বিষয়েও পর্ষদ সংশ্লিষ্ট জেলার স্কুল বিদ্যালয় পরিদর্শকদের মাধ্যমে রিপোর্টও নেওয়া হতে পারে। পরীক্ষার আগেই যাতে ক্লাসরুমে ক্লাস করিয়ে সিলেবাস (Syllabus) শেষ করে দেওয়া যায় তার জন্য এই নির্দেশ। ২ মে থেকে গরমের ছুটি এগিয়ে আনলেও পর্ষদ চায় যাতে অনলাইনে স্কুলগুলি ক্লাস নেয়। স্কুলগুলিতে ফের একটি নির্দিষ্ট গাইডলাইনও দেওয়া হতে পারে বলে অনুমান। 

ad.jpg