/anm-bengali/media/media_files/RvIZotltH9a3dSDLJyAa.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতাঃ কলকাতার এক বিখ্যাত রেল স্টেশন হল শিয়ালদা বা শিয়ালদহ স্টেশন। প্রতিদিন আপ ডাউন মিলিয়ে প্রায় কয়েকশো ট্রেন চলাচল করে এই শিয়ালদহ স্টেশন দিয়ে। প্রতিদিন লাখ কোটি মানুষের চলাচল, জীবন জীবিকা নির্ভর করে রয়েছে এই স্টেশনকে ঘিরে। তবে জানেন কি এই স্টেশনের ইতিহাস কি?
/anm-bengali/media/post_attachments/9593362f43038ce03309ebb36a0981eb1a9012b0120c8c6e145ce044c5b5ac93.jpg)
ইতিহাস অনুযায়ী এই স্টেশনের বয়স ১৫৫ বছর। এশিয়া মহাদেশের সবথেকে ব্যস্ততম রেল স্টেশন এটি। প্রাচীন কলকাতার ইতিহাস সম্পর্কে বলতে গেলে প্রথমেই এই শিয়ালদহ স্টেশনের নাম উঠে আসে। জানা যায় যে এই স্টেশনের নকশা তৈরি করেছিলেন মিঃ ওয়ালটার গ্ল্যানভিল। শুধু ইতিহাসের পাতায় নয়, কলকাতার এই প্রাচীন স্টেশনের নাম বিভিন্ন সাহিত্যিক এবং লেখকদের লেখনীতেও বারবার উঠে এসেছে।
/anm-bengali/media/post_attachments/wp-content/uploads/2020/08/Old-sealdah-station.jpg)
জানা যায় যে, শিয়ালদহ এর পূর্ব নাম ছিল শিয়ালডিহি। অভিধান অনুযায়ী, ' শিয়াল ' কথাটির অর্থ হল শিয়র বা পূর্ব এবং ' ডিহি ' কথার অর্থ হল গ্রাম। সুতরাং, যোগ করলে দাঁড়ায় পূর্ব দিকের গ্রাম। যদিও শিয়ালদহ নামের প্রকৃত অর্থ কি তা নিয়ে অনেক মতভেদ রয়েছে। তবে এটি বলাই বাহুল্য যে ১৫৫ বছর ধরে মাথা উঁচু করে কলকাতার প্রাচীন ঐতিহ্যকে আজও তুলে ধরে রেখেছে এই শিয়ালদা স্টেশন।
/anm-bengali/media/post_attachments/5c257ebac614c7c9baa3eb626ec56ba8fd38212c390ee5386fc456139be0fecf.jpg)
/anm-bengali/media/media_files/h54Bm6xWWg2vQAUTQwp8.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us