/anm-bengali/media/media_files/2025/08/12/esplanade_metro_station_green_line_12-2025-08-12-14-41-24.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: আগামী ২২ আগস্ট কলকাতায় আসতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই সফরের মধ্যেই বহু প্রতীক্ষিত শিয়ালদহ থেকে এসপ্ল্যানেড পর্যন্ত ইস্ট-ওয়েস্ট মেট্রো পরিষেবা উদ্বোধনের সম্ভাবনা প্রবল। মঙ্গলবার সকালে এই জল্পনা আরও জোরদার করে রেল বোর্ডের চেয়ারম্যান সতীশ কুমার নিজে ভূগর্ভস্থ পরিদর্শনে এলেন।
তিনি এসপ্ল্যানেড মেট্রো স্টেশন থেকে শিয়ালদহ পর্যন্ত যাত্রী সুরক্ষা, সিগন্যালিং ব্যবস্থা, জরুরি নির্গমনের পথসহ সার্বিক অবস্থা খতিয়ে দেখেন এবং রেলের আধিকারিকদের সঙ্গে আলোচনা করেন। সতীশ কুমার আশ্বাস দিয়েছেন, “খুব শীঘ্রই চালু হবে এই লাইন” এবং দ্রুত পরিষেবা শুরুর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/NdTNOWmKxEJ3jVMXPWHI.jpg)
বর্তমানে সেক্টর ফাইভ থেকে শিয়ালদহ পর্যন্ত ৯.২ কিমি ও এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান পর্যন্ত ৪.৮ কিমি রুট চালু রয়েছে। মাঝের ২.২ কিমি অংশই এতদিন প্রকল্পের বড় বাধা ছিল। এবার সেই রুট চালু হলে হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ পর্যন্ত পুরো ১৬ কিমি পথে মেট্রো সংযোগ গড়ে উঠবে।
সোমবার মেট্রোর ট্র্যাকশন ও রোলিং স্টক বিভাগের আধিকারিক ব্রজমোহন আগরওয়াল এই রুটের ট্র্যাক ও সিগন্যালিং পরীক্ষা করেন। তার পরের দিন রেল বোর্ডের চেয়ারম্যানের সফর—সব মিলিয়ে মেট্রো আধিকারিকদের মধ্যে এখন পূর্ণাঙ্গ ইস্ট-ওয়েস্ট মেট্রো চালুর আশাবাদ তুঙ্গে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us