তাপপ্রবাহ জারি! স্কুলের সময় বদল করছে রাজ্য?

স্কুলের সময় পাল্টে দেওয়া হবে?

author-image
Anusmita Bhattacharya
New Update
sdfghj,

নিজস্ব সংবাদদাতা: দক্ষিণবঙ্গে তীব্র তাপপ্রবাহ চলছে। এই অবস্থায় স্কুলের সময় বদলের পরামর্শ দিল সরকার প্রাথমিক এবং মধ্যশিক্ষা পর্ষদকে। রাজ্য জানিয়েছে যে পরিস্থিতি অনুযায়ী স্কুলের সময় পরিবর্তন করা যায়। তবে সময় পরিবর্তন হলেও পঠনপাঠন এবং মিড ডে মিল পরিষেবা জারি থাকবে।

mamata sadq1.jpg

সরকার এবং সরকারি সাহায্য়প্রাপ্ত সব স্কুলের ক্ষেত্রেই এই নিয়ম কার্যকর করা হবে বলে জানিয়েছে রাজ্য।

Add 1