New Update
/anm-bengali/media/media_files/So4rIalG39EZaUGYGywz.jpeg)
নিজস্ব সংবাদদাতা: দক্ষিণবঙ্গে তীব্র তাপপ্রবাহ চলছে। এই অবস্থায় স্কুলের সময় বদলের পরামর্শ দিল সরকার প্রাথমিক এবং মধ্যশিক্ষা পর্ষদকে। রাজ্য জানিয়েছে যে পরিস্থিতি অনুযায়ী স্কুলের সময় পরিবর্তন করা যায়। তবে সময় পরিবর্তন হলেও পঠনপাঠন এবং মিড ডে মিল পরিষেবা জারি থাকবে।
/anm-bengali/media/media_files/gwdPeAx22XQe5vGaOB63.jpg)
সরকার এবং সরকারি সাহায্য়প্রাপ্ত সব স্কুলের ক্ষেত্রেই এই নিয়ম কার্যকর করা হবে বলে জানিয়েছে রাজ্য।
/anm-bengali/media/post_attachments/35ea9eef0da483a707d112493c77f1d7606bdd9091f63a1c7a549cfcb3a66070.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us