New Update
/anm-bengali/media/media_files/WcMzxX9V3qxH4FDCQpyT.png)
নিজস্ব সংবাদদাতা: নিজের স্কুলেরই উঁচু ক্লাসের দিদিদের ছবি ভাইরাল করার অভিযোগ কলকাতার এক স্কুলের ছাত্রের বিরুদ্ধে। অভিযোগ, ওই স্কুলের দশম শ্রেণির এক ছাত্র তারই স্কুলের উচ্চ মাধ্যমিকের বেশ কিছু ছাত্রীর ছবি জোগাড় করে মোবাইলে AI অ্যাপ ব্যবহার করে অশ্লীল ছবি বানিয়ে ফেলে। বিষয়টি সামনে আসতেই ছাত্রের পরিবারকে ডাক দেয় স্কুল কর্তৃপক্ষ।
আপাতত জুভেনাইল কোর্টে বিষয়টি উঠেছে।
/anm-bengali/media/post_attachments/bded36de3b0e85b2d1072da7a4342b1b689f6b53c6f091a2458941d0ee7278a1.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us