/anm-bengali/media/media_files/2025/09/25/549657636_122104713777005110_6911699032140683307_n-2025-09-25-02-31-54.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: দক্ষিণ কলকাতার ঠাকুরপুকুর স্টেট ব্যাংক (এসবি) পার্ক সর্বজনীন দুর্গাপুজো এবার দর্শকদের জানাবে বাংলার এক প্রায় বিস্মৃত ইতিহাসের কথা। পুজোর বয়স ৫৫ বছরে পা দিলেও, এ বছরের থিম একেবারেই নতুন এবং ব্যতিক্রমী। থিমের নাম – ‘প্রত্ন কথা’। উদ্যোক্তাদের দাবি, এই থিমের মাধ্যমে দর্শনার্থীরা জানবেন প্রাচীন বাংলার এক সুবিশাল বৌদ্ধ বিহারের হদিস।
পুজো কমিটির সম্পাদক অজয় মজুমদার জানিয়েছেন, পশ্চিম মেদিনীপুরের দাঁতনের মঙ্গলওয়াড়ি এলাকায় বহু বছর ধরে ছিল এক রহস্যময় ঢিবি—যা স্থানীয়ভাবে পরিচিত ছিল ‘সখী সেনার ঢিবি’ নামে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপকের উদ্যোগে খননকাজ শুরু হলে মাটি চাপা পড়ে থাকা একাধিক প্রত্নতাত্ত্বিক তথ্য উঠে আসে। মাত্র ২০ শতাংশ খনন কাজেই অনুমান মিলেছে, ওই ঢিবির নীচে চাপা রয়েছে আস্ত এক বৌদ্ধ বিহার।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/09/25/549655338_122104714137005110_5860001613694885095_n-2025-09-25-02-30-26.jpg)
বিশেষজ্ঞদের ধারণা, এই বিহার বাংলার প্রাচীনতম বৌদ্ধ স্থাপত্যগুলির মধ্যে একটি হতে পারে। মৌর্য যুগ থেকে পাল বংশ পর্যন্ত এটি সক্রিয় ছিল বলে মনে করা হচ্ছে। কিন্তু এ ইতিহাস সম্পর্কে আজও অধিকাংশ মানুষ অবগত নন। তাই এবারের দুর্গোৎসবে সেই বিস্মৃত অধ্যায়কেই সামনে আনার প্রয়াস নিয়েছেন উদ্যোক্তারা।
পুজো মণ্ডপ সাজাতে ব্যবহার করা হয়েছে লোহা, কাঠ, প্লাইউড এবং প্লাস্টার অফ প্যারিস। উদ্যোক্তাদের আশা, ঐতিহাসিক গুরুত্বের কারণে এই থিম দর্শকদের কাছে যেমন আকর্ষণীয় হবে, তেমনই শিক্ষণীয়ও হয়ে উঠবে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us