/anm-bengali/media/media_files/oTyk0F8MskdJ5ZZUgKq4.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতা: মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক গ্রেফতারের পর থেকে বিরোধীদের আক্রমণ আরও খানিকটা বৃদ্ধি পেয়েছে। বিভিন্ন ভাবে প্রশ্নবাণে জর্জরিত হচ্ছে শাসক দল। এমন অবস্থায় ইডি-সিবিআই-এর হাতে পরবর্তীতে কে গ্রেফতার হতে পারেন তা জানতে চেয়ে এক্স হ্যান্ডেলে ছবি পোস্ট করেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। এবার তার পালটা জবাব দিলেন রাজ্যের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শশী পাঁজা।
সুকান্ত এক্স হ্যান্ডেলে বলেছিলেন, “আর কে বা কারা দুর্নীতির কাণ্ডের সাথে জড়িত, তার তথ্য মিলবে বালুদার মেরুন ডাইরি থেকে”। সেই কথারই পালটা জবাব দিলেন তৃণমূল নেত্রী।
এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, “আপনি নিজেই এই প্রশ্নের উত্তর দিন। যেহেতু আপনি দিল্লিতে আপনার গুরুদের সাথে যোগসাজশ করছেন এবং বিরোধী নেতাদের বিরুদ্ধে অপপ্রচার করে বেড়াচ্ছেন, তাই আপনিই আরও ভাল জানেন কে পরবর্তী টার্গেট”। কার্যত এদিন এই ভাবেই ব্যঙ্গাত্বক ভাষায় আক্রমণ শানান শশী পাঁজা।
.@DrSukantaBJP why don't you answer this question yourself?
— Dr. Shashi Panja (@DrShashiPanja) October 28, 2023
Since you're colluding with your masters in Delhi and witch-hunting opposition leaders, you'd know better who is the next target. https://t.co/H6jOGKJ4qb
/anm-bengali/media/media_files/uRcXrflLsLMD0Nx5UI5z.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us