New Update
/anm-bengali/media/media_files/mcr5np2DFyKWguZO82nE.jpg)
নিজস্ব সংবাদদাতা : এবার বিজেপির বিরুদ্ধে এক বড়মাপের অভিযোগ করলেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা। তিনি বলেন,''রাখি উৎসব বা রক্ষাবন্ধন,বাংলা হোক বা হিন্দি,এর মূল ভাব এক, যা মানুষকে যুক্ত করে। আমাদের কাছে রাখি মানে সংস্কৃতি ও বৈচিত্র্যের মধ্যে এক ঐক্য।”
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/08/09/nabanna-abhijan-bjp-2025-08-09-14-00-59.jpg)
এরপর তিনি বিজেপির বিরুদ্ধে অভিযোগ করেন, কলকাতায় বিজেপি ভাঙচুর চালিয়ে মানুষকে আতঙ্কিত করেছে এবং উৎসব পালনে বাধা দিয়েছে। ওনার দাবি, “এরা বাংলার বাইরের লোক, বাংলার সংস্কৃতি বোঝে না, তাই ভাঙচুরের পথ বেছে নিয়েছে।” তিনি এই আচরণের নিন্দা জানিয়ে বলেন, ''লড়াই চলবে।''
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us