ভাঙচুর চালিয়ে মানুষকে আতঙ্কিত করছে বিজেপি ! বড় অভিযোগ করলেন মন্ত্রী শশী পাঁজা

কি বললেন শশী পাঁজা ?

author-image
Debjit Biswas
New Update
sashi panja hjk.jpg

নিজস্ব সংবাদদাতা : এবার বিজেপির বিরুদ্ধে এক বড়মাপের অভিযোগ করলেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা। তিনি বলেন,''রাখি উৎসব বা রক্ষাবন্ধন,বাংলা হোক বা হিন্দি,এর মূল ভাব এক, যা মানুষকে যুক্ত করে। আমাদের কাছে রাখি মানে সংস্কৃতি ও বৈচিত্র্যের মধ্যে এক ঐক্য।”

nabanna abhijan bjp

এরপর তিনি বিজেপির বিরুদ্ধে অভিযোগ করেন, কলকাতায় বিজেপি ভাঙচুর চালিয়ে মানুষকে আতঙ্কিত করেছে এবং উৎসব পালনে বাধা দিয়েছে। ওনার দাবি, “এরা বাংলার বাইরের লোক, বাংলার সংস্কৃতি বোঝে না, তাই ভাঙচুরের পথ বেছে নিয়েছে।” তিনি এই আচরণের নিন্দা জানিয়ে বলেন, ''লড়াই চলবে।''