/anm-bengali/media/media_files/2025/08/09/santragachi-2025-08-09-12-54-53.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: নবান্ন অভিযানকে কেন্দ্র করে শনিবার সকাল থেকেই উত্তেজনার আবহে ঢাকা পড়েছে কলকাতা ও সংলগ্ন এলাকা। নবান্নের চারপাশে কড়া নিরাপত্তা বলয় গড়ে তুলেছে পুলিশ। দ্বিতীয় হুগলি সেতুর টোলপ্লাজা ও নবান্নের প্রবেশপথে প্রতিটি গাড়ি তল্লাশি চলছে। শহরের নানা প্রান্তে বসানো হয়েছে বড় বড় লোহার ব্যারিকেড, একাধিক রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রিত।
আরজি কর কাণ্ডের এক বছর পূর্ণের প্রেক্ষাপটে, ন্যায়বিচারের দাবিতে নবান্ন অভিযানের ডাক দিয়েছেন তিলোত্তমার বাবা-মা। তাঁদের আন্দোলনে সমর্থন জানিয়েছে বিরোধী দল, বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন, "পুরো শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়ব”। ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লাও পুলিশকে “ভালো করে ব্যাটিং” করার বার্তা দিয়েছেন।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/av471ClvcjtawVCfvqS4.jpg)
আইনশৃঙ্খলা রক্ষায় তৎপর লালবাজার আগেই জানিয়েছিল কোথায় প্রতিবাদ জানানো যাবে। শনিবার সকাল থেকেই বিদ্যাসাগর সেতু, খিদিরপুর রোড ও তারাতলা রোডে যান নিয়ন্ত্রণ চলছে। হাওড়া ব্রিজের ওঠার মুখে লোহার ব্যারিকেডে স্তব্ধ যান চলাচল, পায়ে হেঁটে পার হতে হচ্ছে সাধারণ মানুষকে। নবান্নের কাছে ১৪৪ ধারা জারি রয়েছে, এবং পুলিশের তরফে বারবার মাইকিং করে সতর্কবার্তা দেওয়া হচ্ছে, যাতে কোনওভাবে আইন-শৃঙ্খলার অবনতি না ঘটে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us