New Update
/anm-bengali/media/media_files/WDIBy5zhZI32xUGFfsVj.jpg)
নিজস্ব সংবাদদাতা: তৃণমূলের মুখপাত্র পদ থেকে সরিয়ে দেওয়া হল প্রাক্তন সাংসদ শান্তনু সেনকে। আর জি কর কাণ্ড নিয়ে মুখ খুলতেই কি দলের কোপের মুখে পড়লেন শান্তনু?
/anm-bengali/media/post_attachments/3338e7fa6b67cce9973c6288b6221504a3495e06d12b1fab6ddcc066a56e428d.jpg)
এদিকে এই প্রাক্তন সাংসদকে আগেই অপসারণ করা হয়েছে বলে দাবি করলেন জয়প্রকাশ মজুমদার। 'আর জি কর কাণ্ডে চক্রান্তে যাঁরা ছিল, তাঁদের রেয়াত করিনি' বলে গতকালই বেহালায় প্রাক স্বাধীনতা দিবসের অনুষ্ঠান থেকে বার্তা দেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর পরই শান্তনু সেনকে পদ থেকে সরানো হল।
/anm-bengali/media/post_attachments/wp-content/uploads/2023/11/Santanu-Sen.jpg)
আর জি কর নিয়ে এই পর্যন্ত যা বলেছেন শান্তনু সেন, তার বাইরে আর কিছু বলবেন না বলে গতকালই সোজা বলে দেন শান্তনু।
/anm-bengali/media/post_attachments/wp-content/uploads/2023/10/Santanu-2.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us