/anm-bengali/media/media_files/LYUxqjXxgAJtbxOTUYoy.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ 'দ্য কাশ্মীর ফাইলস', 'দ্য কেরালা স্টোরি'র পর নয়া বিতর্কের নাম 'দ্য ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গল'৷ পশ্চিমবঙ্গের ভাবমূর্তিকে কলুষিত করার চেষ্টা, এই অভিযোগে কলকাতা পুলিশ নোটিশ জারি করেছে ছবির পরিচালক সনোজ মিশ্রর বিরুদ্ধে ৷ ভারতীয় দণ্ডবিধির ৪১এ ধারায় পরিচালককে নোটিশ পাঠানো হয়েছে বলে খবর ৷ আগামী ৩০ মে আর্মহার্স্ট স্ট্রিট থানায় পরিচালককে হাজির হতে বলা হয়েছে ৷ এই বিষয়ে হিন্দি ছবি 'দ্য ডায়েরি অব ওয়েস্ট বেঙ্গল'-এর পরিচালক সনোজ মিশ্র বলেন, 'আমার উদ্দেশ্য রাজ্যের ভাবমূর্তি নষ্ট করা নয়। আমরা ছবিতে কেবল মাত্র এমন কিছু তথ্য দেখিয়েছি যা ভালভাবে গবেষণা করা হয়েছে।'
#WATCH | Sanoj Mishra, director of the Hindi film "The Diary of West Bengal" speaks on the notice severed to him by the West Bengal police alleging that the director is trying to defame Bengal with this film, says, "My intention is not to malign the image of the state. We have… https://t.co/N00BlnwqOx pic.twitter.com/SOrakPdjCe
— ANI (@ANI) May 26, 2023