/anm-bengali/media/media_files/1000071407.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: আরজি কর মেডিক্যাল কলেজে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের মামলায় নতুন মোড়। নিম্ন আদালত ইতিমধ্যেই দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেছে সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে। কিন্তু সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ হলেন মূল অভিযুক্ত।
সঞ্জয় রায়ের পক্ষ থেকে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছেন আইনজীবী কৌশিক গুপ্ত। তাঁদের দাবি, খুন ও ধর্ষণের মামলায় সঞ্জয় রায় সম্পূর্ণ নির্দোষ। তাই তাঁকে বেকসুর খালাস দেওয়া হোক।
বুধবার বিচারপতি দেবাংশু বসাকের বেঞ্চে এই মামলা ওঠে। বিচারপতি জানান, প্রথমে মামলার সমস্ত পক্ষকে নোটিস পাঠাতে হবে। তারপর আগামী সপ্তাহের বুধবার (১৬ জুলাই) শুনানি হবে এই মামলার।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/01/20/BiiqLik3lA3oRPjJo9nW.jpg)
এই আবেদনের খবর পেয়ে ক্ষোভে ফেটে পড়েন তিলোত্তমার বাবা-মা। তাঁদের অভিযোগ, "এই আবেদন রাজ্য সরকারের মদতে করা হয়েছে"। তাঁদের আরও দাবি, হাইকোর্টে মামলা হলে নিয়ম অনুযায়ী তাঁদের চিঠি পাঠানো উচিত ছিল। কিন্তু এখনও পর্যন্ত তাঁরা সেই চিঠি পাননি।
প্রসঙ্গত, ২০২৪ সালের ৮ অগস্ট রাতে আরজি কর মেডিক্যাল কলেজের ডাক্তার হোস্টেলের একটি ঘর থেকে উদ্ধার হয় জুনিয়র চিকিৎসকের অর্ধনগ্ন মৃতদেহ। তদন্তে নেমে সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে মূল অভিযুক্ত হিসেবে চিহ্নিত করে গ্রেফতার করে পুলিশ। চলতি বছরের জানুয়ারিতে আদালত তাঁকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড দেয়।
এই অবস্থায় ফের হাইকোর্টে বেকসুর খালাস চেয়ে সঞ্জয় রায়ের নতুন আবেদন, এই মামলায় বড় ঝড় তুললো বলেই মনে করা হচ্ছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us