শিয়ালদহ আদালতে সঞ্জয় রায়

আজ শাস্তি ঘোষণা। বিচারক অনির্বাণ শুনবেন সঞ্জয়ের বক্তব্য। বক্তব্য রাখবেন নির্যাতিতার মা-বাবাও। বেলা ১০.৪৮ নাগাদ শিয়ালদহ আদালতে আনা হয়েছে সঞ্জয়কে। ১২.৩০টায় শাস্তি ঘোষণা।

author-image
Jaita Chowdhury
New Update
Screenshot_2024-08-

নিজস্ব সংবাদদাতা: ১৮ জানুয়ারি আরজি কর মামলার রায় ঘোষণা। দোষী সাব্যস্ত সঞ্জয় রায়। আজ সোমবার তাঁর শাস্তি ঘোষণা। বিচারক অনির্বাণ শুনবেন সঞ্জয়ের বক্তব্য। বক্তব্য রাখবেন নির্যাতিতার মা-বাবাও। বেলা ১০.৪৮ নাগাদ শিয়ালদহ আদালতে আনা হয়েছে সঞ্জয়কে। ১২.৩০টায় শাস্তি ঘোষণা। 

৯ আগস্ট ভোররাতে আরজি করে ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা। চিকিৎসকের অর্ধনগ্ন দেহ উদ্ধার হয় ইমার্জেন্সি বিল্ডিংয়ের চারতলার সেমিনার রুম থেকে। ঘটনার শোরগোল পড়ে যায় শহর জুড়ে। প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে তিলোত্তমা। ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে ব্লু-টুথ হেডফোন ও সিসিটিভির ফুটেজের সূত্র ধরে উদ্ধার গ্রেফতার হন সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়।