১৯ জানুয়ারি শহর অবরুদ্ধ হওয়ার আশঙ্কা, DA নিয়ে বড় ঘোষণা

DA ধর্নার আজ দ্বিতীয় দিনে বড় ঘোষণা হয়ে গেল।

author-image
SWETA MITRA
New Update
da januaryss.jpg

নিজস্ব সংবাদদাতাঃ আরও বাড়ল ডিএ (DA) আন্দোলনের ঝাঁঝ। ১৯জানুয়ারিমহামিছিলের ঘোষণা করল সংগ্রামী যৌথ মঞ্চ (Sangrami Joutha Mancha)। হাওড়া স্টেশন, শিয়ালদহ স্টেশন, হাজরা থেকে শুরু হবে মিছিল। দাবি পূরণ না করলেন আমরণ অনশনের হুঁশিয়ারি দিলেন সংগ্রামী মঞ্চের সদস্যরা। রাজ্যজুড়ে জনসংযোগ যাত্রার ঘোষণা করে দেওয়া হয়েছে। জানুয়ারি শেষ সপ্তাহে তিন দিনের কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে সংগ্রামী যৌথ মঞ্চের তরফে।