New Update
/anm-bengali/media/media_files/Pow0Dn3H2jyzB0ciOeOi.webp)
নিজস্ব সংবাদদাতা: বাঁশদ্রোণী থানার ভেতরে-বাইরে চরম উত্তেজনা। লাগাতার অবস্থানে সিপিএম কর্মীরা। সন্দেশখালির ঘটনার পরিপ্রেক্ষিতে বেপাত্তা শিবু হাজরার অভিযোগের পর আটক হয়েছেন প্রাক্তন সিপিএম বিধায়ক নিরাপদ সর্দার। প্রতিবাদে থানার ভেতরে এবং বাইরে বিক্ষোভ সিপিএমের। ঘন্টার পর ঘন্টা থানায় বসে সন্দেশখালি প্রাক্তন সিপিএম বিধায়ক। দাবি করেছেন যে সকাল দশটায় বাড়ি থেকে তুলে এনেছে পুলিশ। তবে এখন পর্যন্ত তুলে আনার কারণ জানায়নি পুলিশ। 'পুলিশের জন্যই থানার সামনে ১৪৪ করব আমরা', দাবি সিপিএমের।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us