New Update
/anm-bengali/media/media_files/CBcaLr94psbwXcbblNiK.png)
File Picture
নিজস্ব সংবাদদাতা: এবার মমতা ব্যানার্জি ও সন্দীপ ঘোষকে নিয়ে বানানো কটাক্ষের এআই ভিডিও পোস্ট করে শোরগোল ফেলে দিলেন অনুপম হাজরা। ভিডিওতে একটি বিখ্যাত সিনেমার সংলাপের ২ চরিত্রের স্থানে মমতা ব্যানার্জি ও সন্দীপ ঘোষের মুখ লাগিয়ে দেওয়া হয়েছে।
/anm-bengali/media/post_attachments/576cb135-4ae.png)
যার ফলে ভিডিওতে দেখা যাচ্ছে, সন্দীপ ঘোষ চেটে খাওয়ার জন্য হরলিক্স চাইছেন, অপরদিকে মমতা ব্যানার্জি বলছেন "দিচ্ছি বাবা"। অনুপম হাজরার এই এআই ভিডিও পোস্টকে কেন্দ্র করে তরজা শুরু হয়েছে। ভিডিওটি মুখ্যমন্ত্রীর জন্য চরম অবমাননাকর বলে মনে করছেন অনেকে। দেখুন ভিডিও-
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us