'সন্দীপ ঘোষকে স্বাস্থ্য ভবনের ওএসডি পদে বদলি', দয়া করে শুধরে নিন- এবার মুখ খুললেন দেবাংশু- শোরগোল

কি বললেন দেবাংশু ভট্টাচার্য?

author-image
Aniket
New Update
Sandeep Ghosh

File Picture

নিজস্ব সংবাদদাতা: 'সন্দীপ ঘোষকে স্বাস্থ্য ভবনের ওএসডি পদে বদলি' ইস্যুতে শোরগোল চলছে।

তবে এবার সন্দীপ ঘোষকে নিয়ে ফেক নিউজ ছড়ানো হচ্ছে বলে দাবি করলেন দেবাংশু ভট্টাচার্য।

suvendu sad face

তিনি ট্যুইট করে বলেছেন, "আরেকটা বড় ফেক নিউজ.. যে ফেক নিউজের চক্করে বড় বড় সমস্ত মিডিয়া হাউজ পড়েছে! যে ফেক নিউজ ছড়িয়েছেন স্বয়ং বিরোধী দলনেতা.. যে ফেক নিউজ আমি নিজেও খেয়ে গিয়েছিলাম! সন্দীপ ঘোষকে স্বাস্থ্য ভবনের ওএসডি পদে বদলি করা হয়নি। তিনি কোনও পদে নেই। তাকে ছুটিতে পাঠানো হয়েছে। আবার বলছি, সন্দীপ ঘোষ এই মুহূর্তে কোনও পদে নেই। তাই যারা প্রচার করছেন সন্দীপ ঘোষ পরপর তিনবার চাকরি পেয়েছেন, তাকে অতি দ্রুত বিভিন্ন পোস্টে দেওয়া হচ্ছে, সেগুলো সবকটাই ফেক নিউজ। দয়া করে শুধরে নিন"। দেবাংশু ভট্টাচার্যর এই ট্যুইটের পর শোরগোল শুরু হয়েছে।

Adddd