পশ্চিমবঙ্গকে করিডর হিসেবে ব্যবহার করে ঝাড়খণ্ড এবং বিহারেরও জনবিন্যাস বদলে দেওয়া হচ্ছে ! গুরুতর অভিযোগ করলেন শমীক

কি গুরুতর অভিযোগ করলেন শমীক ?

author-image
Debjit Biswas
New Update
samik-2025-07-03-10-39-54

নিজস্ব সংবাদদাতা : ভোটার তালিকায় শুদ্ধিকরণ বা স্পেশ্যাল ইনটেনসিভ রিভিশন (SIR)-এর দ্বিতীয় পর্বের ঘোষণা প্রসঙ্গে এবার নিজের বক্তব্য তুলে ধরলেন পশ্চিমবঙ্গ বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। তিনি জোর দিয়ে বলেন যে রাজ্যের সাধারণ মানুষ এমন একটি স্বচ্ছ ভোটার তালিকা চায়, যেখানে কোনো ধরনের অবৈধ ভোটারের জায়গা হবে না। তিনি বলেন,''পশ্চিমবঙ্গের প্রতিটি নাগরিক এমন একটি ভোটার তালিকা দাবি করে, যেখান থেকে যেকোনও বাংলাদেশি অনুপ্রবেশকারী, রোহিঙ্গা, বা ভুয়ো ভোটারকে বাদ দেওয়া হবে। সেই কারণেই তৃণমূল (TMC) এর বিরোধিতা করছে।" 

এছাড়াও অনুপ্রবেশের মাত্রা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন তিনি। এই বিষয়ে তিনি বলেন,"পশ্চিমবঙ্গে অনুপ্রবেশের মাত্রা কতটা ভয়াৱহ, তা সবাই জানেন। সকল সীমান্তবর্তী অঞ্চলের জনবিন্যাস খারাপ হয়েছে। আমরা বাংলাদেশের সঙ্গে ২২০০ কিলোমিটারেরও বেশি ছিদ্রযুক্ত সীমান্ত ভাগ করে নিই। পশ্চিমবঙ্গকে করিডর হিসেবে ব্যবহার করে শুধুমাত্র পশ্চিমবঙ্গেরই নয়, ঝাড়খণ্ড এবং বিহারেরও জনবিন্যাস বদলে দেওয়া হচ্ছে।"

Eci

আবার তৃণমূল কংগ্রেসের পদাধিকারীরা বুথ লেভেল অফিসার (BLO) হিসেবে নিযুক্ত হচ্ছেন বলে যে সংবাদ প্রকাশিত হয়েছে, সেই বিষয়েও বিজেপি সভাপতি নির্বাচন কমিশনের (EC) দৃষ্টি আকর্ষণ করেছেন। তিনি জানান, এই বিষয়টি নিয়ে তাঁরা নির্বাচন কমিশনের সামনে একটি প্রচার শুরু করেছেন। এই বিষয়ে তিনি বলেন,''"আশা কর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী, বা সিভিল ভলান্টিয়ারদের সরকারি কর্মচারীদের দ্বারা চালিত বুথগুলিতে বিএলও (BLO)-র কাজ করার জন্য নিযুক্ত করা হবে না। নির্বাচন কমিশনকে অবশ্যই এটি নিশ্চিত করতে হবে, এবং তাই হবে।"