নিজস্ব সংবাদদাতা: বিশ্বকর্মা পুজো মানে যারা যন্ত্রপাতি নিয়ে কাজ করেন, তাঁদের দিন। তাই দক্ষিণ কলকাতার এক স্বনামধন্য পুজো কমিটি এবার বিশ্বকর্মা পুজোর প্রাক্কালে নিল এক অভিনব উদ্যোগ।
দক্ষিণ কলকাতার দুর্গা পুজো কমিটি সমাজসেবী সংঘ এবার তাঁদের ব্যানার উদ্বোধন করল সমাজের বিশ্বকর্মাদের হাত দিয়ে। সমাজসেবী সংঘ এবার পুজোতেও সমাজসেবার সংকল্পটিকেই বেশি গুরুত্ব দিচ্ছে। তাই পুজোর ব্যানার উদ্বোধনে তাদেরকেই জানাল কুর্নিশ।
যা জানা যাচ্ছে, যারা এবছর পুজো মণ্ডপের কাজে হাত লাগিয়েছেন, সেই সকল শিল্পীসহ কর্মীদেরকে দিয়েই করা হয় ব্যানার উন্মোচন। তাঁদের কাজে প্রতি এ এক বিশেষ শ্রদ্ধা বলে জানিয়েছেন পুজো কমিটির উদ্যোক্তারা।