স্বাধীনতার আবহে সমাজসেবী সংঘের ৮০তম বর্ষ: ভাবনা ‘পথের পাঁচালী ১৯৪৬’

দেবী যেন নিজেই নেতৃত্ব দিচ্ছেন স্বাধীনতার লড়াইয়ে।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
544354216_1229814122516619_3876865511918354253_n

File Picture

নিজস্ব সংবাদদাতা: এ বছর ৮০তম বছরে পা দিল সমাজসেবী সংঘ। স্বাধীনতা-পূর্ব উত্তাল সময়ের স্মৃতি ফেরাতে এবারের দুর্গাপুজোর থিম ‘পথের পাঁচালী ১৯৪৬’।

শিল্পী প্রদীপ দাসের ভাবনায় গড়ে ওঠা এই মণ্ডপে ঢুকলেই চোখে পড়বে সেই সময়কার কলকাতার মানচিত্র, টাইপরাইটার, খবরের কাগজের ছাপাখানা, এমনকি সেনার ট্রাকও। প্রতিমার মধ্যেও থাকবে সেই যুগের প্রতিচ্ছবি— দেবী যেন নিজেই নেতৃত্ব দিচ্ছেন স্বাধীনতার লড়াইয়ে।

ইতিহাস ঘেঁটে দেখা যায়, ১৯৪৬ সালের দাঙ্গার পরিপ্রেক্ষিতে পাড়ার যুবকরা সমাজসেবামূলক কাজে নেমেছিলেন। লীলা রায়, শরৎচন্দ্র বসু, অনিল রায় প্রমুখ স্বাধীনতা সংগ্রামীদের উৎসাহে তৈরি হয়েছিল ‘সমাজসেবী সংঘ’। সেই বছর থেকেই দুর্গাপুজো শুরু হয় সম্প্রীতি ও ঐক্যের বার্তা নিয়ে।

535974531_1212608254237206_3914272697316132695_n

আজও সেই ঐতিহ্য অটুট। পুজোর পাশাপাশি উদ্যোক্তারা সমাজসেবার কাজ চালিয়ে যাচ্ছেন। এ বছরও প্রতিমা বিসর্জনের পর মণ্ডপের ইনস্টলেশন বিভিন্ন জায়গায় বসানো হবে, সাজানো হবে প্রতিষ্ঠাতা সদস্যদের বাড়ি, সুন্দর করা হবে পাড়ার রাস্তা ও বাগান।

৮০ বছরের পথ চলার পরে, সমাজসেবী সংঘ শুধু দুর্গাপুজোর ঐতিহ্যই নয়, সামাজিক দায়বদ্ধতার প্রতীক হিসেবেও প্রতিষ্ঠা পেয়েছে। এবারের থিম যেন সেই যাত্রাপথেরই পুনর্পাঠ।