New Update
/anm-bengali/media/media_files/2025/04/28/n7bMV3cL0trIE1fdhSDG.jpeg)
নিজস্ব সংবাদদাতা: চাকরিহারাদের কর্মসূচি ছিল শিয়ালদাহ থেকে নবান্ন অভিযান। পুনরায় চাকরি দিতে হবে এর প্রতিবাদে চাকরিহারারা এদিন আন্দোলনে নামেন। তাঁদের আন্দোলনের মূল অভিনবত্ব ধারা ছিল অর্ধনগ্ন অবস্থায় তারা রাস্তায় নামবেন। সরকারের এই রূপই তারা আসলে প্রকাশ করতে চায়।
তবে এই কর্মসূচি আইনগত সঠিক নয়। তাই এদিন শিয়ালদাহ চত্বরে বিশাল সংখ্যক পুলিশ মোতায়েন ছিল সকাল থেকেই। ফলে আন্দোলন বৃহৎ আকার নিতেই দেয়নি পুলিশ। তার আগেই প্রিজন ভ্যানে তুলে নিয়েছেন আন্দোলনকারীদের।
/anm-bengali/media/post_attachments/4dd8fb9b-ef6.png)
তবে গোল বাঁধলো সল্টলেকে বিকাশ ভবনের সামনে। সেখানে অর্ধহ প্রতীকী প্রতিবাদ করতে পুলিশের ধরপাকড়ের শিকার হতে হল চাকরিহারাদের। ফের রক্তাক্ত হলেন শিক্ষকরা। তাঁদেরকে টেনে হিঁচড়ে প্রিজন ভ্যানে তুললো পুলিশ। পরিস্থিতি আরও জটিল হল এই মামলায়।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us