New Update
/anm-bengali/media/media_files/4D9Np1BWJBZapXe4fTbN.jpg)
নিজস্ব সংবাদদাতা: বড়দিনের আগে ভালো খবর। বেতন বাড়ল রাজ্য সরকারি কর্মীদের। ৩ শতাংশ হারে বেতন বাড়াবে সরকার। বুধবার অর্থ দপ্তর এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে। রাজ্যের ইএসআই-তে কর্মরত চুক্তিভিত্তিক কর্মীদের বেতন বাড়িয়ে দেওয়া হল। এই সুবিধা পাবেন ৮১৮ জন কর্মী।
বুধবার নবান্ন একটি নোটিস জারি করেছে। ৮১৮ জন চতুর্থ শ্রেণির কর্মী এতদিন মাসে যে ১২,০০০ টাকা বেতন পেতেন সেটা নভেম্বর থেকে বাড়ানো হল। এবার ১৫,০০০ টাকা করে বেতন পাবেন। আগামী মাস থেকেই এই বর্ধিত বেতন আসবে পকেটে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us