New Update
/anm-bengali/media/media_files/sajal-ghosh-2.webp)
File Picture
নিজস্ব সংবাদদাতা: বিজেপির ডাকা ১২ ঘন্টা বনধের সমর্থনে প্রচারে বেড়িয়েই দাদাগিরি দেখাতে শুরু করেছিলেন বিজেপি নেতা সজল ঘোষ। বলপূর্বক ওষুধের দোকান, মুদির দোকান বন্ধ করাচ্ছিলেন তিনি। আর তখনই পাল্টা ব্যবসায়ীদের ক্ষোভের মুখে পড়ে যান সজল ঘোষ। তাঁকে ঘিরে ধরে রীতিমতো বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয় ব্যবসায়ীরা। এক সময় ধস্তাধস্তিও বেঁধে যায়। স্থানীয় ব্যবসায়ীরা বলতে থাকেন, যে ওষুধের দোকান বন্ধ করতে বলে, সে নিজেই সমাজ বিরোধী। এরপর মুচিপাড়া থানার পুলিশ এসে কার্যত পরিস্থিতি সামাল দেয়। তবে সজল ঘোষ অভিযোগ করেন, পুলিশ সেখানে এসে তাঁকে আটক করেন।
/anm-bengali/media/media_files/7zQe5MI6V3TFyPx53zXF.jpg)
/anm-bengali/media/media_files/f7ncBt2MA6LObjHXHZot.png)
/anm-bengali/media/media_files/aoyCAGIMJ6hmn8cNOa5u.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us