শহিদ দিবসে রাস্তায় সমস্যায় পড়লেই সাহায্য পাবেন পুলিশের কাছে, দেওয়া হল নম্বরও

কোনও সমস্যায় পড়লে সাহায্যের জন্য ফোন নম্বরও প্রকাশ করা হয়েছে।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
india_today-tmc_shahid_diwas-072109-sm-03

File Picture

নিজস্ব সংবাদদাতা: আসন্ন ২১ জুলাই, সোমবার, ধর্মতলায় আয়োজিত তৃণমূল কংগ্রেসের শহিদ দিবসের সমাবেশ ঘিরে সাজো সাজো রব কলকাতা জুড়ে। তৃণমূলের তরফে এই সভাকে কেন্দ্র করে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। একইসঙ্গে সাধারণ মানুষের ভোগান্তি যাতে না হয়, তার জন্য কড়া নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থার রূপরেখা তৈরি করেছে কলকাতা পুলিশ।

কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে শহরজুড়ে যান চলাচল স্বাভাবিক রাখার ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পুলিশ কমিশনার মনোজ ভার্মা। এছাড়াও কোনও সমস্যায় পড়লে সাহায্যের জন্য ফোন নম্বরও প্রকাশ করা হয়েছে।

কলকাতা পুলিশের তথ্য অনুযায়ী, সোমবার শ্যামবাজার, হেদুয়া পার্ক, হাজরা, পার্ক সার্কাস, হাওড়া, শিয়ালদহ ও কলকাতা স্টেশন—এই সাতটি জায়গা থেকে ধর্মতলার উদ্দেশ্যে মিছিল আসবে।

Traffic

মিছিল ছাড়াও শহরের বিভিন্ন অংশে প্রায় ২২টি জায়গায় জমায়েত হবে বলে জানানো হয়েছে। এতে বিভিন্ন জেলা থেকে আগত গাড়ি ও বাস রাখার জন্য নির্দিষ্ট পার্কিং স্পটও নির্ধারিত হয়েছে।

পুলিশ কমিশনার মনোজ ভার্মা জানিয়েছেন, কেউ রাস্তায় সমস্যায় পড়লে নিচের নম্বরগুলোতে যোগাযোগ করতে পারবেন:

টোল ফ্রি নম্বর: 1073
মোবাইল নম্বর: 9830811111 / 9830010000

পুলিশ কমিশনার মনোজ ভার্মা বলেন, “২১ জুলাই শহরের ট্রাফিক ও নিরাপত্তা ব্যবস্থা যাতে সুষ্ঠু হয়, তা নিশ্চিত করতে প্রতিটি থানাকে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে। আদালতের নির্দেশ মেনেই সব প্রস্তুতি নেওয়া হচ্ছে”।

২১ জুলাইয়ের ধর্মতলা সমাবেশ শুধু রাজনৈতিক বার্তার দিক থেকেই গুরুত্বপূর্ণ নয়, নগর ব্যবস্থাপনা ও জননিরাপত্তার দিক থেকেও বড় পরীক্ষা হতে চলেছে কলকাতা পুলিশের কাছে।