New Update
/anm-bengali/media/media_files/iuyjddnROsJankxgnS1N.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: সবে ২৪ ঘন্টায় হয়েছে সিআইডি হেফাজতে থাকার। গতকালই বহু নাটকীয় পট পরিবর্তনের পর ভবানী ভবনে এসে হাজির হয়েছেন শেখ শাহজাহান। আর গতকালই তাঁকে প্রথম দফার জিজ্ঞাসাবাদ শুরু করে সিআইডি।
কিন্তু যা জানা যাচ্ছে, কোনও রকম কোনও সহযোগীতা করছেন না শাহজাহান। তিনি যে সন্দেশখালির ত্রাস থেকে এখন শুধুই এক অভিযুক্ত, তা যেন কিছুতেই মানতে পারছেন না সন্দেশখালির ‘টাইগার’। তাঁকে যাই জিজ্ঞেস করা হচ্ছে, তাতেই তিনি বলছেন, ‘উচ্চপদস্থ কে সব বলা আছে। বারবার একই প্রশ্নের উত্তর দেবেন না’। আবার কখনও কখনও সম্পূর্ণ চুপ থাকছেন শেখ শাহজাহান। এককথায় সম্পূর্ণ রূপে অসহযোগীতা করছেন শাহজাহান। আজ ফের একবার মেডিক্যাল টেস্টের পর নতুন করে জিজ্ঞাসাবাদ শুরু হবে বলে জানা যাচ্ছে।
/anm-bengali/media/media_files/h54Bm6xWWg2vQAUTQwp8.webp)
/anm-bengali/media/media_files/u3uDLlVnxcgvLqgwZpHK.jpeg)
/anm-bengali/media/media_files/cPAtpQQQTYqolChPuQEe.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us