New Update
/anm-bengali/media/media_files/eRhmn15jWosOHEi9feqC.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ ২০২৪ সালের লোকসভা ভোটকে পাখির চোখ করে কি সিপিএমের সঙ্গে জোট করবে তৃণমূল? এই ইস্যুতে বড় মন্তব্য করলেন বিধাননগরের প্রাক্তন মেয়র সব্যসাচী দত্ত (Sabyasachi Dutta)। তিনি আজ সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জানান, 'মমতা বন্দ্যোপাধ্যায়কে যতটা জানি সিপিএমের সঙ্গে জোট করবেন না। তবে যদি করে রাজনীতি থেকে অবসর নেবো। জোট করার চেয়ে বিষ খেয়ে মরা ভালো। বিজেপির বিরুদ্ধে লড়তে আমরা সক্ষম। আমি বুঝে পাই না, কংগ্রেস কী করে সিপিএমের সঙ্গে জোট করল?'
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us