/anm-bengali/media/media_files/2025/05/15/84ZtIILtNHfWDTnP8Gan.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: যোগ্য চাকরিপ্রার্থীদের পুনর্বহালের দাবিতে ফের উত্তাল হয়ে উঠল বিকাশ ভবন চত্বর। বৃহস্পতিবার সকাল থেকেই উত্তেজনার পারদ চড়তে থাকে। চাকরি হারানো প্রার্থীদের একাংশ মূল ফটক ভেঙে ভিতরে ঢুকে কার্যত বিকাশ ভবনের দখল নেন। পরিস্থিতি সামাল দিতে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী।
আর এই উত্তপ্ত পরিবেশের মাঝেই ব্যক্তিগত কাজে সেখানে পৌঁছে বিক্ষোভের মুখে পড়লেন তৃণমূল নেতা সব্যসাচী দত্ত। এদিন তাঁর গাড়ি দেখেই তাঁর গাড়ির সামনেই শুয়ে পড়ে বিক্ষোভ দেখান আন্দোলনকারীরা। তাঁকে ঘিরে উঠতে থাকে "চোর চোর" স্লোগান!
সব্যসাচী দত্ত শান্তভাবে বলেন, “ভগবানের কাছে প্রার্থনা করি যাতে সমস্যার সমাধান হয়”। জবাবে এক বিক্ষোভকারী কটাক্ষ করে বলেন, “আপনারাই তো ভগবান। আপনারাই সুপারনিউমারির পোস্ট তৈরি করেন, আপনারাই ফিরিয়ে দিতে পারেন চাকরি”।
এদিকে দীর্ঘক্ষণ ওই ভাবে রাস্তায় আটকে থাকায় সব্যসাচী দত্তের অনুগামীরা বিকাশ ভবনের সামনে পৌঁছে পরিস্থিতি আরও জটিল করে তোলে। চাকরিহারাদের সাথে কার্যত ধস্তাধস্তি বেঁধে যায়। আন্দোলনকারীরা অভিযোগ করেন, “সব্যসাচী দত্ত নিজে পরিস্থিতি সামাল দিতে না পেরে তাঁর দলের লোকেদেরকে দিয়ে আমাদের মারধর করাচ্ছেন। আমাদের ওপর চড়াও হচ্ছে তৃণমূলের গুণ্ডারা”।
/anm-bengali/media/media_files/2025/05/15/EsqJMthU8uPeaTyjETcX.png)
অন্যদিকে, বেশ খানিকক্ষণ এই ভাবে আটকে থেকে স্বমহিমায় ধরা দেন সব্যসাচী দত্তও। তিনি বলেন, “এটা আমার ওয়ার্ড। আমায় বেশিক্ষণ আটকে রাখলে কেউ কি ছেড়ে দেবে? কেউ তো আর ওঁদের আদর করবে না!”
স্বাভাবিক ভাবেই এই ঘটনার জেরে বিকাশ ভবনের কাজকর্ম অচল হয়ে পড়েছে। পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি, গেট ভাঙচুর, স্লোগানে উত্তাল হয়ে উঠেছে গোটা এলাকা।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us