/anm-bengali/media/media_files/f2IMesAzBfohFQ3MY5pS.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: আজ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মেগা সম্মেলন। কলকাতার ধর্মতলায় অনুষ্ঠিত হতে চলেছে বিজেপির এই মেগা সম্মেলন। এই মেগা সম্মেলন সর্বপরী অমিত শাহর বঙ্গে আসার আগেই শাহকে খোলা চিঠি লিখলেন তৃণমূলের যুবনেত্রী সায়নী ঘোষ।
নিজের এক্স হ্যান্ডেলে সেই চিঠির কপি প্রকাশ করলেন সায়নী। একই সাথে দিলেন ভিডিও বার্তাও। সেই বার্তায় সায়নী বলেন, “অমিত শাহজী আপনি বাংলায় আসছেন, ঘুরে চলে যাচ্ছেন। বাংলায় আসছেন আসুন, বাংলার প্রাপ্য টাকা তো নিয়ে আসুন। আপনি এলেন অথচ বাংলার মানুষের কোনও উপকার হল না; তাহলে কি হল আপনার এসে!”
Letter to Mr @AmitShah. pic.twitter.com/HiUbmVNcme
— Saayoni Ghosh (@sayani06) November 29, 2023
রাজ্য যুব তৃণমূল কংগ্রেসের সভানেত্রী সায়নী ঘোষ এদিন সাফ ভাষায় বলেন, বারবার ভোটের আগে বাংলায় আসলেও খুব একটা সুবিধা করতে পারেনা বিজেপি। মিথ্যা প্রতিশ্রুতি দিলেও সেগুলো পূরণ করার কোন লক্ষ্য মাত্রা নেই বিজেপির। তাই খুব স্বাভাবিকভাবে এই সভাও ‘ফ্লপ’ হতে চলেছে বলে আশাবাদী সায়নী।
Shri @AmitShah ji…
— Saayoni Ghosh (@sayani06) November 29, 2023
Sharing Bharat aur Bangal ke yuvao ki mann Ki baat! 🙏🏻 pic.twitter.com/Q2Msv6Da90
/anm-bengali/media/media_files/uRcXrflLsLMD0Nx5UI5z.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us