Anusmita Bhattacharya
আপডেট করা হয়েছে
New Update
/anm-bengali/media/media_files/UZ6ivll9RQcf8LHGkPEp.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতা: রাজ্যে নিয়োগ দুর্নীতির ঘটনায় গ্রেফতার হন যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষ। সেই ঘটনার তদন্তে নেমেই কেন্দ্রীয় তদন্তকারীদের সামনে আসে কুন্তলের সঙ্গে তৃণমূলের যুব সভানেত্রী ও অভিনেত্রী সায়নী ঘোষের যোগাযোগের বিষয়টি। শুক্রবার সল্টলেকের সিজিও কমপ্লেক্সে সায়নীকে তাঁদের কার্যালয়ে জেরার জন্য ঢেকে পাঠান ইডির আধিকারিকরা। সায়নী গিয়েছিলেন এবং ১১ ঘন্টার ম্যারাথন জিজ্ঞাসাবাদের শেষে তিনি হাসি মুখে বেড়িয়ে এলেন। শনিবার সকালে সেই সায়নী সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিযোগ তোলেন যে দেশে একনায়কতন্ত্র চলছে। এর বিরুদ্ধে লড়াই করবেন তিনি।দৃপ্ত কণ্ঠে ঘোষণা করেন যে এই লড়াইয়ে দল তাঁর পাশে আছে। প্রচারেও যাবেন তিনি। 'মমতাদি আমার ফোনের ওয়ালপেপারে নেই, মনের ওয়ালপেপারে আছেন', হাসিমুখে বললেন সায়নী।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us