New Update
/anm-bengali/media/media_files/oXd2k2mK3EEVahtcyHfn.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ জীবনে নিজের লক্ষ্যে এগিয়ে যাওয়ার জন্য যুব সমাজকে উদ্বুদ্ধ করছে ঢাকুরিয়ার রোটারি ক্লাব। যুব সমাজের (Youth) কল্যাণের লক্ষ্যে আজ রবিবার রোটারি ক্লাব অফ ঢাকুরিয়ার তরফে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় জোকায় অবস্থিত ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ ম্যানেজমেন্টে (Indian Institute of Management Calcutta)। এই বিশেষ অনুষ্ঠানে অংশ নিতে আসেন রোটারি ক্লাব অফ ক্যালকাটা সার্কেলের সদস্য স্বয়ম্ভু সেন। তিনি এএনএম নিউজের প্রতিনিধি অভিজিৎ জানার মুখোমুখি হন। তিনি জানান, ‘RYLA অরুণোদয় এমন একটি প্ল্যাটফর্ম যেখানে পড়ুয়ারা জীবনকে কীভাবে অনুশাসনের মাধ্যমে এগিয়ে নিয়ে যেতে পারে, এমনকি পড়াশোনা ছাড়াও নিজের আত্মকথা থেকে শুরু করে, নিজে কী ভাবছি , সেটাকে কী করে সুগঠিত করা যায় সে সম্পর্কে শেখায়।‘
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us